অপরাজেয় ৯৪-এর পুনর্মিলনী

ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়

| বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের সংগঠন অপরাজেয় ৯৪-এর পুনর্মিলনী অনুষ্ঠান গত ১১ জুলাই বিদ্যালয়ের রজনীকান্ত পাল হলে অনুষ্ঠিত হয়। সামাজিক কর্মকাণ্ডে গতি আনতে শিক্ষার্থীদের ঐক্য গড়ে তোলার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন। এতে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক আ ক ম ফজলুল হক পাশা, প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ আলী নাসের চৌধুরী, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক অমর নাথ চৌধুরী ও প্রাক্তন সিনিয়র সহকারী শিক্ষক নেপাল চন্দ্র বণিক, মোহাম্মদ আবু জাফর, চৌধুরী মোহাম্মদ জসীম, আশীষ কুমার বড়ুয়া, তপন কুমার চক্রবর্ত্তী, মওলানা মোহাম্মদ সাইফুল আলম, শফিউল আজম, প্রফেসর ড. মোহাম্মদ কামাল উদ্দীন, প্রফেসর ড. মুহাম্মদ আলী আরশাদ চৌধুরী প্রমুখ।

আলোচনা পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন অপরাজেয় ’৯৪ এর সদস্য মো. ফারমান তৈয়ব। আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষকগণ। মুখ্য আলোচক ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক আ ক ম ফজলুল হক পাশা।

২য় পর্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চন্দন বিশ্বাস। উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম নওশাদ, সৈয়দ খোরশেদ আলম, চন্দন বিশ্বাস, মো. মোরশেদুল আলম, মো. ইকবাল মহসীন সাফায়েত হোসেন হিমু, সৈয়দ ফারুখ আহমেদ সুমন, উত্তম রায়, সৃজন রায়, দিদারুল আলম, ওয়াহিদুল আলম, মো. শাহানুর, মো. মনোয়ার হোসেন, মুহাম্মদ সিরাজ, অরুন পাল ও সঞ্জয় ঘোষ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএলএফ চট্টগ্রামের সভা
পরবর্তী নিবন্ধবাল্যবিবাহ রোধ হলে নারীর স্বাস্থ্যঝুঁকি কমবে