বিএলএফ চট্টগ্রামের সভা

| বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ১০:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ লেবার ফেডারেশন বিএলএফ চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও শ্রমিক মেলা উদযাপন উপলক্ষে সভা গত ১৬ জুলাই মহানগর কমিটির সভাপতি নুরুল আবছার তৌহিদের সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চৌধুরী মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবু আহমেদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন মুজিবুর রহমান খান, নুরুল আবছার ভূইয়া ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল।

বক্তব্য রাখেন শাহ আলম হাওলাদার, শামসুল ইসলাম আরজু, সেলিম মিয়া, হাফেজ জসিম উদ্দিন, হারুন উর রশিদ, সাইফুল ইসলাম শাহীন, মো. নিজাম উদ্দিন। উপস্থিত ছিলেন আবুল কালাম, তোফায়েল আহম্মেদ, হাজী আবু ফয়েজ, হেলাল মিয়া, আলমগীর, হোসেন, আহম্মদ উল্লাহ, গুলজার বেগম, সিরাজুল ইসলাম ভূইয়া, জব্বার খান, এডভোকেট আমিন উদ্দিন লিটন, মাসুম বিল্লাহ, মাহবুব আলম, হাজী মো. খুরশিদ আলম, সিরাজুল ইসলাম, দেলোয়ার হোসেন, আমিন হোসেন লিটন, মো. জাবেদ চৌধুরী, মো. হানিফ, আব্দুস সোবহান সুমন, অহিদুর রহমান মিন্টু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধন্যায়বিচার প্রতিষ্ঠায় বেঞ্চ ও বারের সমন্বয় থাকতে হবে
পরবর্তী নিবন্ধঅপরাজেয় ৯৪-এর পুনর্মিলনী