ক্ষমতাসীন হওয়ার পর আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনগুলোর পারস্পরিক বিরোধ ও আভ্যন্তরীণ কোন্দলে এ পর্যন্ত কতজন হতাহত হয়েছে তার ইয়ত্তা নেই। গ্রুপিং রাজনীতির ও অসুস্থ রাজনীতিবিদদের জেদাজেদি বলি চট্টগ্রাম মেডিকেলের ৫৭তম ব্যাচের ছাত্র মোঃ আকিব। ধারণা করা হয়, প্রতিপক্ষ রাজনৈতিক দল ও সংগঠনের মধ্যকার সংঘাত সংঘর্ষে এ পর্যন্ত যত লোক হতাহত হয়েছে তার চেয়ে অনেক বেশি লোক হতাহত হয়েছে ক্ষমতাসীন ও সংগঠনের মধ্যকার সংঘাত সংঘর্ষে। বিস্ময় ব্যাপার হলো এইসব গুরুতর অপরাধ ও হত্যাকাণ্ডের ঘটনা ক্ষমতাসীন দল ও মহল মোটেই রুখতে পারছে না। দলের তরফ থেকে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে পারছে না বা নেয়া হচ্ছে না। তাদের দল থেকে বের করে দেয়া হচ্ছে না কেন? আমরা মনে করি আসলে এসব কথার কথা মাত্র। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়ে এটা থেকে শিক্ষা নিতে হবে। রাজনীতিতে ত্যাগ সততা ও আদর্শের চর্চা কিভাবে করতে হয়। দল হিসেবে আওয়ামীলীগের ঐতিহাসিক ভূমিকা ও ঐতিহ্য সম্পর্কে কম বেশি সকলেই জ্ঞাত। শুধু মুখে বললেই হবে না যে অপরাধ অপকর্ম যে করুক তার রেহাই হবে না কার্যক্ষেত্রে এ ঘোষণা বাস্তবায়ন করতে হবে।
এম.এ. গফুর
বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়,
কোরবানীগঞ্জ, চট্টগ্রাম।