পটিয়ায় অপকার উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন পিইডিপি-৪ এর সাব কম্পোনেন্ট ২.৫ ঢাকা আহ্ছানিয়া মিশনের সহযোগী সংস্থা অপকার বাস্তবায়িত আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম কর্মসূচি উপজেলার শান্তিরহাট এলাকার একটি কনভেনশন হলে উদ্বোধন করা হয়। গতকাল বুধবার উদ্বোধন করেন যুগ্ন সচিব ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) চট্টগ্রাম বিভাগ মোহাম্মদ মিজানুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষিকেশ শীল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহমেদ, কুসুমপুরা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম বাচ্চু, নবনির্বাচিত চেয়ারম্যান জাকারিয়া ডালিম।স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের জেলা প্রোগ্রাম ম্যানেজার মো. তাইজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অপকার নির্বাহী পরিচালক মো. আলমগীর হোসেন। প্রধান অতিথি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন। তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচি পটিয়া উপজেলায় ২১০০ পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মূলস্রোত ধারায় ফিরে আনতে সক্ষম হবে। তিনি বলেন, এ কাজে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।