অন্যের গানের মডেল প্রতীক হাসান

| শনিবার , ১৭ জুলাই, ২০২১ at ৭:২৭ পূর্বাহ্ণ

অন্যের গাওয়া গানে মডেল হলেন তরুণ সংগীতশিল্পী প্রতীক হাসান। ‘ফুঁ দিলে বাজে’ শিরোনামের এ গানে কণ্ঠ দিয়েছেন সাবরিনা বশির। গানটির কথা ও সুর করেছেন আপন খান। এর সংগীতায়োজন করেছেন প্রতীক হাসান। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন প্রতীক হাসান। অন্যের গাওয়া গানে তার মডেল হওয়ার অভিজ্ঞতা অন্যরকম। তা জানিয়ে এই শিল্পী বলেন-‘কাজটি করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। যা প্রত্যাশা কছিলাম তার চেয়ে ভালো কাজ করেছি। এখন বুঝলাম, মডেলিংয়ের আলাদা একটি ভাষা আছে।’ মূলত এ গানে মডেল হওয়ার জন্য প্রতীক হাসানকে অনুরোধ করেছিলেন সংগীতশিল্পী সাবরিনা বশির। তা জানিয়ে এই শিল্পী বলেন, ‘গানের ভিডিওর গল্পের পরিকল্পনা দেখে আমার ভালো লাগে। তারপর কাজ করতে রাজি হয়ে যাই। একটি নতুন অভিজ্ঞতা হলো!’ ঈদুল আজহাতে প্রতীক হাসানের গাওয়া দুটি গান মুক্তি পাবে। একটির শিরোনাম ‘লালটা না কালোটা’। এর সুর-সংগীত করেছেন সাজ্জাদ চৌধুরী। অন্যটি ‘অন্তর জ্বইলা যায়’। এর সুর ও সংগীতায়োজন করেছেন রানা আখন্দ।

পূর্ববর্তী নিবন্ধআফজাল হোসেনের পরিচালনায় কোনালের গান ভিডিও
পরবর্তী নিবন্ধকথা রাখলেন নিরব-মামুন