অন্যায়ের বিরুদ্ধে মহাত্মা গান্ধীর অস্ত্র ছিল অসহযোগ প্রতিরোধ

অহিংস দিবসে ভারতীয় হাইকমিশনের বিবৃতি

| শনিবার , ৩ অক্টোবর, ২০২০ at ৬:৪০ পূর্বাহ্ণ

মহাত্মা গান্ধীর জন্মদিন ও আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে ভারতীয় সহকারী হাই কমিশন চট্টগ্রামের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছেঅন্যায়ের বিরুদ্ধে গান্ধীজীর অস্ত্র ছিল অসহযোগ ও শান্তিপূর্ণ প্রতিরোধ। তিনি অহিংস ও সত্যাগ্রহ আন্দোলনের দ্বারা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করতে সমর্থ হয়েছিলেন। তার সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি অঙ্গীকার এই যুগেও অত্যন্ত প্রাসঙ্গিক।

বিবৃতিতে আরো বলা হয়ব্রিটিশবিরোধী আন্দোলনের কারণে বেশ কবার দক্ষিণ আফ্রিকা ও ভারতে কারাবরণ করেন মহাত্মা গান্ধী। তবে সব পরিস্থিতিতে তিনি অহিংস মতবাদ ও সত্যের ব্যাপারে অটল ছিলেন। সাধারণ জীবনযাপন করা এই রাজনীতিবিদ প্রতিষ্ঠা করেছিলেন একটি স্বয়ংসম্পূর্ণ আশ্রম। ১৯২১ ও ১৯২৫ সালে দুই বার অহিংসের বার্তা নিয়ে এসেছিলেন চট্টগ্রামে। ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অগ্রণী ভূমিকায় অভিভূত হয়ে লিখেছিলেন-‘সবার আগে চট্টগ্রাম’। প্রায় ৪ মাস নোয়াখালীতে অবস্থানকালে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ছড়িয়ে দিয়েছিলেন অহিংসার বাণী, যা তখন সকল সম্প্রদায়ের মধ্যে মৈত্রীর বন্ধন দৃঢ় করেছিল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা বিশ্বনেতাদের
পরবর্তী নিবন্ধআমরা ভালো আছি : মেলানিয়া