রাতের কোলে যে অন্ধকার দেখতে পাও সে কেবলই প্রকৃতির অন্তর্বাস
জবরদস্তি কোলাহল ভেঙে খুঁজে পাবে না অতলান্ত
আমি বেঁচে আছি চর্যাপদের পাঠ নিয়ে মহাকাল ধরে
বারবার পড়েছি দেয়ালের প্রায় মুছে যাওয়া লেখাগুলো
কতোবার মনে হয়েছে রাধিকার মন্ত্রমুগ্ধ বর্ণনা নয়তো?
অথবা জুলেখার অন্ধকালের ব্যাকুল প্রার্থনা!
কখন রাতভোর হয়ে যায় তন্দ্রাঘোরে;
আমি জানি আমার সীমাবদ্ধতা
উঠোন পেরোতেই ষাট ছুঁই ছুঁই
মহাকালের গল্প শুনে হবে না আমার
অন্তর্বাস রহস্য উন্মোচন সেতো মহাবিশ্ব পরিভ্রমণ।