রাত গভীর হলে একাকীত্বের যন্ত্রণা বাড়ে,
বুকে জমতে থাকে কাছে না পাওয়ার
টুকরো টুকরো নীল কষ্টের মেঘদল।
শূন্যতায় ডানা ঝাপটায় অলীক স্বপ্নের শুকপাখি,
অন্ধকার চার দেয়ালে বন্দী জীবন
বিবর্ণ হয়ে মুখ থুবড়ে পড়ে থাকে।
রাত বাড়লে তোমার কথার গভীরতা বাড়ে,
ঘুমহীন অভিমানী দু’চোখ বেয়ে
ঝরে অশ্রুর জলপ্রপাত।
বোবা কান্নারা বিদ্রোহী হয়ে ওঠে;
নিঃসঙ্গতা দাপিয়ে বেড়ায় ঘরময়
অশরীরী আত্মার মতন।