এখানে বিকেলগুলো আছড়ে পড়ছে নদীর ঢেউয়ে
নদীর কিনারে বসে ভাবতে থাকি
প্রতিদিন সন্ধ্যাগুলো কোথায় চলে যায়?
কোথায় কোথায় তাদের নোঙর পড়ে
ঝিকিমিকি আলোর দোলায়
কোথায় তাদের অন্তিম সিমেট্রি?
কেউ কেউ বিষাদে ডুবে যায়
কেউ প্রেমিকার এপিটাফে সমাধি গোলাপ দেয়
কেউ ঘরহীন ঘরে ফিরে
কারো আবার ঘরে ফেরার কোনো তাড়াই নেই।
ভাবতে ভাবতে সন্ধ্যার সঙ্গে সঙ্গে
আমরাও গোধুলির গল্প হয়ে ভেসে যায়
নরম সোনালী স্রোতে!