বহতা এক হৃদয়; নিদ্রাকাতর চোখ দুটো;
অন্তরালের কেউ হয়ে বারবার এসে ফোটো
না চাইতে রোজ তোমায় পাই!
জানো!
প্রয়োজনের অনেককিছুই অসময়ে অপ্রয়োজন!
দেহমন; ক্লান্ত হয় সারাক্ষণ!
ভালোবাসারা ক্লান্ত হয় না মোটে!
লক্ষহাজার মনের কথা আটকে থাকে ঠোঁটে!
কথারা সব হারিয়ে যায়; ফুরোয় প্রয়োজন;
কেবলই স্বপ্নে জড়ায় আনমনা এই মন;
জোনাকের মতো জ্বলে-নেভে
যেন ভুলতে বারণ।