অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে পতেঙ্গা হোসেন আহমদ পাড়া বাসিন্দাদের সংবাদ সম্মেলন

| রবিবার , ৪ জুন, ২০২৩ at ৬:৩১ পূর্বাহ্ণ

পতেঙ্গায় অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবি জানিয়েছেন ৪০নং ওয়ার্ডের হোসেন আহমদ পাড়ার বাসিন্দারা। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে বেলা ১১টায় এলাকাবাসীর পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানায় তারা। এসময় তাদের সাথে ছিলেন জিইএম প্ল্যান্ট স্টাফ কলোনি জামে মসজিদের মুসল্লি এবং এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজিয়া সুলতানা রুবি বলেন, জনবহুল এই এলাকায় জিইএম প্লান্ট জামে মসজিদের সামনে ‘নিরিবিলি’ নামে একটি আবাসিক হোটেল রয়েছে। এই হোটেলের অসামাজিক কার্যক্রম বন্ধ করার জন্য আমরা স্থানীয় পুলিশ প্রশাসন, স্থানীয় সংসদ সদস্যসর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজিয়া সুলতানা রুবি. পান্না আক্তার, রত্না আকতার, বিলকিছ বেগম, নাসিমা আক্তার, হোসনে আরা, মোহাম্মদ ইয়াছিন, রিফাত, নুর আহমদ, জাফর আহমদ, মো. ইকবাল, সাদেকুর রহমান, সাজ্জাদ হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল
পরবর্তী নিবন্ধসমন্বিত উদ্যোগই বাল্যবিবাহ রোধ করা সম্ভব