অনেক চ্যালেঞ্জের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে আজ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২০ at ১০:৪০ পূর্বাহ্ণ

করোনার সময়ে মাঠে ক্রিকেট নামিয়েছিল বাংলাদেশ গত অক্টোবরে। তিন দলের প্রেসিডেন্টস কাপ দিয়ে ক্রিকেটারদের মাঠে নামিয়েছিল বিসিবি। এরপর আরো বড় আয়োজনের পথে পা বাড়ায় দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসন। আর সে আয়োজন পূর্ণতা পাচ্ছে আজ থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়ানোর মধ্য দিয়ে। পাঁচ দলের এই টুর্নামেন্ট আজ শুরু হয়ে শেষ হবে আগামী ১৮ ডিসেম্বর। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং বরিশাল এই পাঁচটি দল নিয়ে শুরু হতে যাচ্ছে করোনা কালে বাংলাদেশে সবচাইতে বড় ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে অংশ নিচ্ছে প্রায় ৮০ জনের বেশি ক্রিকেটার। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে দিনের প্রথম ম্যাচে ঢাকার প্রতিপক্ষ রাজশাহী আর দ্বিতীয় ম্যাচে খুলনার প্রতিপক্ষ বরিশাল। প্রথম দিনেই মাঠে নামছে চার সেরা তারকা । এরা হলেণ সাকিব, তামিম, মুশফিক এবং মাহমুদউল্লাহ। আর এদের মধ্যে আজকের দিনটা সবচাইতে বেশি স্মরণীয় সাকিবের জন্য। কারন এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আজ আবার ক্রিকেটে ফিরছেন সাকিব। এই চারজনের মধ্যে তামিম বরিশালের অধিনায়ক, মুশফিকের কাঁধে ঢাকার দায়িত্ব। আর মাহমুদউল্লাহ টানবেন খুলনাকে। তবে সাকিবের কাঁধে নেই কোন অতিরিক্ত ভার। তিনি খুলনার হয়ে খেলবেন।
কিছুদিন আগে ঢাকায় নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলেছে বাংলাদেশ ফুটবল দল। সে ম্যাচ দুটিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারী ছিল দর্শকে ভরা। তবে আজ থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সে পথে হাঁটবে না ক্রিকেট বোর্ড। গ্যালারীতে দর্শক ঢুকতে দেওয়া হবে না। তবে টিভিতে দেখা যাবে টুর্নামেন্টের খেলা সমুহ। টি স্পোর্টস নামক একটি বেসরকারি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে টুর্নামেন্টের ম্যাচ সমূহ। টুর্নামেন্টে বিদেশী ক্রিকেটার না থাকলেও ধারাভাষ্যে থাকছে বিদেশীরা। জাতীয় দলের সব ক্রিকেটারের পাশাপাশি বাংলাদেশ ‘এ’ দল, এইচপি দল, একাডেমি দল এবং অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। আগামী জানুয়ারীতে বাংলাদেশে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। ক্যারিবীয়দের লম্বা সে সফরের আগে এই টুর্নামেন্ট বাংলাদেশের ক্রিকেটার এবং ক্রিকেট প্রশাসনের জন্যও কঠিন একটি পরীক্ষা। আর সে পরীক্ষায় কতটা উত্তীর্ণ হতে পারে বিসিবি সেটাই এখন দেখার অপেক্ষা। কারণ করোনার এই সময়ে সুরক্ষা বলয়ে ক্রিকেটার এবং কোচিং স্টাফদের কতটা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারে সেটাও বড় একটি চ্যালেঞ্জ।

পূর্ববর্তী নিবন্ধআইপিএল থেকে ভারতীয় বোর্ডের আয় সাড়ে চার হাজার কোটি টাকা
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল পদ্ধতিতে সমস্যা রয়েছে : পুতিন