বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার অনূর্ধ্ব–১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩–২৪ এ চট্টগ্রাম জেলা দল অংশ নিচ্ছে। আগামীকাল ১৫ জানুয়ারি লক্ষ্মীপুর জেলা দলের বিপক্ষে খেলার মধ্য দিয়ে চট্টগ্রাম জেলা দল টুর্নামেন্টে যাত্রা শুরু করবে। ১৮ সদস্যের অনূর্ধ্ব–১৬ চট্টগ্রাম জেলা ক্রিকেট দল আজ ১৪ জানুয়ারি সকালে নোয়াখালীর উদ্দেশে রওনা দিয়েছে। এ টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য চট্টগ্রাম জেলা দলের নির্বাচিত খেলোয়াড়রা হলেন– মো. ওয়াহিদ মুরাদ চৌধুরী (অধিনায়ক), ইশরাক তামজিদ আহনাফ, মো. আফনান চৌধুরী, ইশরাদুল ইসলাম ফারহান, মো. ফারহান উদ্দীন ফাহিম, মো. ফাহিম বিল্লা, মো. সোহেল, মো. ইমরান হাসান সামী, ফাইরিভ হুমায়ুন অহন, মো. ইরতিশাম শাহাজাহান আবরার, মিনহাজুল হক রাহাত, মিফতাহুল আলম আয়ান, মো. আদিল চৌধুরী, জুনায়েদ তামিম, মেহেরাজ, আরাফ, নাহিদুল করিম সিয়াম, ওমর ফারুক। চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব–১৬ ক্রিকেট দলের ম্যানেজার মনোনীত হয়েছেন সিজেকেএস কাউন্সিলর সুলতান মাহমুদ খান শাহীন এবং কোচ হিসেবে মনোনীত হয়েছেন শেখ মাহাবুব উল করিম (মিঠু) ।