চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ক্লাইম্ব–সিডিএফএ অনূর্ধ্ব–১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল শুক্রবারের খেলায় জয় পেয়েছে ডায়নামিক ফুটবল একাডেমি ও ফতেয়াবাদ স্পোর্টস ফুটবল একাডেমি। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ডায়নামিক ফুটবল একাডেমি ২–০ গোলে সন্ধান ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ফারহান ওয়াসিফ ও বিবিএ বড়ুয়া গোল করে। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে ফতেয়াবাদ স্পোর্টস ফুটবল একাডেমি ২–০ গোলে রাইজিং স্টার ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ইবনান হোসেন ও মো. আবির ১টি করে গোল দেয়। আজ ১৭ জানুয়ারি শনিবার টুর্নামেন্টের চারটি কোয়াটার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় খেলবে আর জি ফুটবল একাডেমি বনাম আনোয়ারা ফুটবল একাডেমি। সকাল ১১.৩০ টায় খেলবে সন্দ্বীপ ফুটবল একাডেমি বনাম মাদারবাড়ী শোভনীয় ফুটবল একাডেমি। দুপুর ২ টায় অংশ নেবে আকুবদন্ডী ফুটবল একাডেমি এবং হাটহাজারী ফুটবল একাডেমি। বেলা ৩.৩০টায় অংশ নেবে বড় উঠান ফুটবল একাডেমি এবং ডায়নামিক ফুটবল একাডেমি।












