সন্ধ্যা নামার আগে, পার হতে হবে সাঁকো
সাঁকোর ওপার নাক্ষত্রিক ছায়াতল।
এপারে নতুন বসন্ত নির্জন প্রণয়ে পিছু ডেকে যায়
অনুদিত কোরাসে।
হিসেবি জীবন পথে
মহাকাল ধরে খুঁজেছি মুগ্ধতায় পূর্ণ জীবন।
অথচ গভীর ইচ্ছার বুক জুড়ে- ধুলোর আস্তরণ।
সকল অতীত ঝেড়ে ফেলে
মধ্য নিশীথের কোন এক মায়াবী রাতে পাড়ি জমিয়েছিলাম
নাক্ষত্রিক ছায়াতলে-
পৃথিবীর পথে কোন চিহ্ন না রেখে।