অনুশীলন শুরু করেছেন সাকিব আল হাসান ওয়ানডে সিরিজে পাওয়ার আশা বিসিবির

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৯ জুন, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজে নেই সাকিব আল হাসান। তবে ইনজুরির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আর সে সুবাধে অনুশীলনও শুরু করেছেন সাকিব। গতকাল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রানিং করেছেন সাকিব আল হাসান। এর আগে জিমে ঘাম ঝরান এই তারকা অলরাউন্ডার। ডান হাতের তর্জনী তখনও ব্যান্ডেজে মোড়ানো। আঙুলের ওই ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে পারছেন না সাকিব। তবে আগামী মাসে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজে তাকে পাওয়ার আশা করা হচ্ছে। সেই লক্ষ্যে ফিটনেস অনুশীলন শুরু করেছেন বাংলাদেশের টেস্ট ও টিটোয়েন্টি দলের অধিনায়ক। গত মাসে ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ নেওয়ার সময় ডান হাতের তর্জনীতে ব্যথা পেয়ে ৬ সপ্তাহের জন্য ছিটকে যান সাকিব। ফলে সিরিজের শেষ ম্যাচটি খেলতে পারেননি তিনি। ওই কারণেই মিস করছেন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট।

আয়ারল্যান্ড সিরিজ শেষে পরিবারের সঙ্গে দেখা করতে তখন যুক্তরাষ্ট্র চলে যান বাংলাদেশের তারকা অলরাউন্ডার। গত সোমবার দেশে ফিরেন তিনি। পরদিন আসেন মিরপুরের হোম অব ক্রিকেটে। সেদিন অবশ্য বিসিবি কার্যালয়ে কিছুক্ষণ থাকার পর ইনডোরের বাইরে প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে ফিরে যান তিনি। এক দিন বিরতি দিয়ে বৃহস্পতিবার ফের মাঠে এসেছেন সাকিব। জিম সেশনের পর বিসিবির ফিজিওর সঙ্গে প্রায় ২০২৫ মিনিট দৌড়ান তিনি। টেস্ট দলের নতুন সদস্য মুশফিক হাসানের সঙ্গে হাত মিলিয়ে তাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন তিনি। পরে মিরপুরের পিচ কিউরেটর গামিনি সিলভার সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপ করতে দেখা যায় তাকে। অন্যান্য ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেন টেস্ট দলের নিয়মিত অধিনায়ক।

সাকিবের আঙুলের সবশেষ অবস্থা বুঝার জন্য পুনরায় এঙরে করা হয়েছে। রিপোর্ট দেখে আশাবাদী মন্তব্য করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি বলেন সাকিবের এঙরে রিপোর্ট দেখা হয়েছে। খুবই সন্তোষজনক। খুব বড় সমস্যা ছিল না। শিগগিরই মাঠে ফিরতে পারবে। আমরা আশাবাদী আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারবে সাকিব। মিরপুরে আগামী বুধবার শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। এটি খেলে চলে যাবে আফগানরা। ওয়ানডে ও টিটোয়েন্টি খেলতে পুনরায় ১ জুলাই আসবে তারা। চট্টগ্রামে ৫ জুলাই মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। ওই সিরিজে খেলার লক্ষ্যে শিগগিরই সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। দেশের বাইরে থাকায় সাকিবের অনেকদিন ফিটনেস অনুশীলন করা হয়নি। এ জন্য আগে ফিটনেস ঠিক করতে হবে। এর সঙ্গে ১২ দিনের মধ্যে ফিজিওর তত্ত্বাবধানে আঙুলের ইনজুরির পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধবক্সিরহাট ইয়ং ম্যান্স ও কল্লোল গ্রিনের জয়লাভ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২১.৬২ কোটি টাকা