অনুশীলনে মোস্তাফিজের মাথায় বলের আঘাত, পাঁচটি সেলাই

সিটি স্ক্যানের পর চিকিৎসকরা বললেন, শঙ্কামুক্ত

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:০১ পূর্বাহ্ণ

গতকাল সকালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের অনুশীলনের সময় লিটন দাশের ব্যাট থেকে ছুটে আসা বল আঘাত হানে পেসার মোস্তাফিজুর রহমানের মাথার পেছনের দিকে। মাথা ফেটে রক্ত বের হয়। ততক্ষণাৎ তাকে নেওয়া হয় নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে। সেখানে দ্রুত তার সিটি স্ক্যান করানো হয়। আর সে সিটি স্ক্যানের রিপোর্ট স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। কারণ মোস্তাফিজের মাথার ভেতরে কোনো ধরনের ইনজুরি হয়নি। যা হয়েছে বাইরে। মাথার ফেটে যাওয়া অংশে সেলাই পড়েছে পাঁচটি। তবে মোস্তাফিজ স্বজ্ঞানে আছেন বলেও জানানো হয়েছে বিসিবির মেডিকেল টিমের পক্ষ থেকে। তারপরও তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও জাহিদুল ইসলাম সজল এক বিবৃতিতে জানিয়েছেন মোস্তাফিজ শংকামুক্ত আছেন। আঘাত যেহেতু মাথায় সেজন্য ইম্পেরিয়াল হাসপাতালের নিউরোসার্জন টিমের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে তাকে। তার জিসিআই স্কেল ১৫/১৫। (জিসিআই স্কেল হচ্ছে কোনো মানুষের সজ্ঞানতার মাত্রা। যা সর্বোচ্চ ১৫)। অর্থাৎ পুরোপুরি সজাগ ও সজ্ঞানে আছেন মোস্তাফিজ।

চিকিৎসকরা জানিয়েছেন, মোস্তাফিজুর রহমান এখন শঙ্কামুক্ত। তার সিটি স্ক্যানে ভয়ের কোনো কারণ পাওয়া যায়নি। কিছুটা হেমাটমা (রক্তজমাট) আছে। তবে সেটা মস্তিষ্ক ও হাড়ের বাইরে। অভ্যন্তরীণ কোনো হেমাটমা নেই। মূলত সতর্কতা হিসেবেই হাসপাতালে রাখা হয়েছে মোস্তাফিজকে। এদিকে কুমিল্লার ফিজিও জানিয়েছেন আশা করি, ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে আমরা তাকে টিম হোটেলে নিয়ে যেতে পারব। দলের পক্ষ থেকে ওই বিবৃতি দেওয়ার আগে হাসপাতালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাহিদুল ইসলাম বলেন, মাথায় সেলাই লাগলেও বড় কোনো শঙ্কা নেই মোস্তাফিজকে ঘিরে। তবে ২৪ ঘণ্টা পার হওয়ার পর জানা যাবে তাকে কতদিন বিশ্রামে থাকতে হবে। এই ইনজুরির পর এটা পরিষ্কার যে বিপিএলের পরের ম্যাচ গুলোতে আর মোস্তাফিজের খেলা হচ্ছে না। বিপিএলের পর শুরু হবে শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজ। সেই সিরিজে ফিরতে পারেন কিনা মোস্তাফিজ সেটাই এখন দেখার বিষয়। এবারের বিপিএলে এখন পর্যন্ত ৯ টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। আর এই নয় ম্যাচে বাঁহাতি এই পেসারের শিকার ১১ উইকেট। যা তার দলের পক্ষে সর্বোচ্চ। ফরচুন বরিশালের বিপক্ষে ৩২ রানে ৩ উইকেট তার এবারের সেরা।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনের আগে বিএনপিকে ভাঙার চেষ্টা হয়েছিল : খসরু
পরবর্তী নিবন্ধরুমা ও থানচিতে যান চলাচল বন্ধ