অনুমোদন ছাড়া যত্রতত্র শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না

সীতাকুণ্ডে বই উৎসবে জেলা প্রশাসক

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ২ জানুয়ারি, ২০২৩ at ৪:৫১ পূর্বাহ্ণ

অনুমোদন ছাড়া কোথাও কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যাবেনা। এভাবে শিক্ষা প্রতিষ্ঠান হলে মূল প্রতিষ্ঠানগুলোর উপর নেতিবাচক প্রভাব পড়ে। তাই এসব কঠোরভাবে বন্ধ করতে হবে। পাশাপাশি সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সার্বিক সহযোগিতা দিতে হবে। গতকাল রবিবার দুপুরে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন আয়োজিত বই উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এসব কথা বলেন।

তিনি বলেন, ছোটবেলায় আমাদের এতো সৌভাগ্য হয়নি। তিন থেকে ছয় মাসও আমাদের অপেক্ষা করতে হয়েছে নতুন বই কেনার জন্য। অনেক সময় সারা বছরই পুরনো বই পড়ে পড়ে আমাদের পার করতে হয়েছে। কিন্তু এখন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় বছরের প্রথম দিনেই প্রত্যেক শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে যায়। এতে শিক্ষার্থীদের মাঝে খুশির আমেজ ছড়িয়ে পড়ে। এবার বৈশ্বিক নানান প্রতিবন্ধকতা সত্বেও আমরা যথাসময়ে বই তুলে দিয়েছি।

ইউএনও মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন, চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী তানজিয়া রহমান, এডিসি (শিক্ষা ও আইসিটি) মো. আবু রায়হান দোলন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম, সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, শিক্ষা অফিসার মো. নুরুচ্ছোফা, মাধ্যমিক শিক্ষা অফিসার এস. মোস্তফা আলম সরকার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমহালছড়িতে ৩৮ফুট উচ্চতা বুদ্ধমূর্তি উন্মোচন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু