অনিবন্ধিত ঔষধ, অনুমোদনহীন শিশু খাদ্য ও ভেজাল প্রশাধনী বিক্রির দায়ে নগরীর জিইসি মোড়ের লাজ ফার্মাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অনিবন্ধিত বিদেশি ঔষধ, অনুমোদনহীন শিশু খাদ্য ও ভেজাল প্রশাধনী। গতকাল জেলা প্রশাসন, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও বিএসটিআই যৌথ অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
এ তথ্য নিশ্চিত করে আজাদীকে ম্যাজিস্ট্রেট বলেন, কোনো রেজিস্টার্ড ফার্মাসিস্টের উপস্থিতি ছাড়াই ঔষধ বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। পাশাপাশি অনিবন্ধিত ঔষধ, অনুমোদনহীন শিশু খাদ্য ও ভেজাল প্রশাধনী বিক্রির মতো জঘন্ন কাজ করেছে। এসব অপরাধের জন্য প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান আজাদীকে বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে যে বা যারা এভাবে বিদেশি প্রশাধনী সামগ্রী, শিশুখাদ্য ও ঔষধ আমদানি বা বিক্রি করে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।