অনুমতি না নিয়ে সড়ক কাটায় লাখ টাকা জরিমানা

রাতভর পুলিশি জিম্মায় রেস্তোরাঁর ম্যানেজার ও ব্যবসায়িক পার্টনার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:২৮ পূর্বাহ্ণ

অনুমতি ছাড়া সড়ক কাটা এবং হোটেলের ময়লা পানি রাস্তায় ফেলায় নগরের এ কে খান মোড়ের একটি রেস্তোরাঁর ম্যানেজার ও ব্যবসায়িক পার্টনারকে রাতভর পুলিশের জিম্মায় রাখা হয়। পরে গতকাল সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত ‘আয়োজন’ নামের ওই রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করে।

গতকাল বুধবার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এর আগে মঙ্গলবার রাতে ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলের অভিযোগের প্রেক্ষিতে তাদের পুলিশের জিম্মায় রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর। এদিকে গতকালের অভিযানে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রাস্তায় রেখে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে আম্মাজান হোটেলকে ২০ হাজার টাকা, জাহান ইঞ্জিনিয়ারিংকে ৩০ হাজার টাকা এবং লাভলেইন এলাকায় নালা ভরাট করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে সানমারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর অভিযানে নগরীর কে সি দে রোডের উভয় পাশের রাস্তা ও ফুটপাত দখল করে টায়ারসহ বিভিন্ন মালামাল রেখে ব্যবসা করায় দায়ে সাতজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় স্কুলের পুরনো বইভর্তি দুটি পিকআপ জব্দ
পরবর্তী নিবন্ধসৈকতে ফের ভেসে এলো মরা ডলফিন