‘অনুমতি ছাড়া’ গাছ কেটেছে কাপ্তাই হর্টিকালচার সেন্টার

| বৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০৪ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই হর্টিকালচার সেন্টারে ভবন ও সীমানা প্রাচীর নির্মাণের জন্য অনুমতি ছাড়াই বড় বড় গাছ কেটে ফেলা হচ্ছে।
গতকাল বুধবার বিকালে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সদরে অবস্থিত এই হর্টিকালচার সেন্টারে গিয়ে দেখা যায়, নতুন ভবন নির্মাণের জায়গায় বিভিন্ন ধরনের বড় বড় বেশ কয়েকটি গাছ কাটা হয়েছে। পাশে গিয়ে চোখে পড়ে সীমানা প্রাচীর নির্মাণ করতে গিয়ে কাটা হয়েছে অনেক দিনের পুরনো জাম, কড়ইসহ বিভিন্ন প্রজাতির বড় বড় গাছ। খবর বিডিনিউজের।
সেখানে কর্মরত কয়েকজন নির্মাণ শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবারও কিছু গাছ কাটা হয়েছে। তারা কাপ্তাই হর্টিকালচার সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলতে বলেন।
কাপ্তাই হর্টিকালচার সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুজামান ইমরান জানান, সম্প্রতি কাপ্তাই হর্টিকালচার সেন্টারের পুরাতন ভবনের সম্প্রসারণের জন্য নিলাম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এছাড়া পুরাতন ভবনের জায়গায় নতুন ভবন নির্মাণ কাজ শুরু করার জন্য গাছগুলো কাটা হয়েছে। তবে সীমানা প্রাচীরের জায়গায় গাছ কর্তনের বিষয়ে তিনি বলেন, ওই সীমানায় যে ব্যক্তি মালিকানাধীন গাছ রয়েছে তাকে কেবলমাত্র গাছের ডালপালা কাটতে বলা হয়েছে। ওখানে যে বড় বড় কিছু গাছ কাটা হয়েছে ওই বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি ঘটনা শোনার পর সরজমিনে গিয়ে দেখবেন বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধ‘গৃহহীন’ শব্দটি অতীতে পরিণত করতে হবে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধসাবেক ছাত্রদল নেতা শহীদের মায়ের ইন্তেকাল