তোমায় হৃদয়ের ছোঁয়ার আবেশে
আমার আবেগ আর অনুভূতিতে উষ্ণতার
আবহ, যা মন্থর করেছে আমার
পথচলার গতি।
তোমায় ছোঁয়ার আবেশে আমি হেঁটে যাই
শিশির ভেজা নরম ঘাসে,
স্পর্শে আন্দোলিত হই। শিহরণ জাগে
হৃদয় কোনে।
যখন হেঁটে যাই বেলাভূমিতে, হাঁটুভেজা
পানির স্পর্শে শিহরিত হই তোমায়
ছোঁয়ার আবেশে।
পায়ের নিচের বালিগুলো সরে যায় অকস্মাৎ,
বুকের মাঝে চিন্ চিন্ ব্যথার উষ্ণতার আবেশে
মনের আয়নায় ভেসে উঠে তোমার মুখছবি।
সূর্য ডোবার আবির মাখা রঙে আকাশের
রঙে পরিবর্তনের ছোঁয়া, হৃদয় মাঝে বয়ে যায়
ভালোবাসার সুর। ডুবন্ত সূর্যের আবীর মাখা
রঙের ভেলায় ভাসতে ভাসতে খুঁজে ফিরি সেই সুর,
যেথায় রয়েছে তোমার ছোঁয়ার ভালোবাসার পরশ।






