অনুভূতিহীন মানুষগুলো বেশ আছে
জীবনের উচ্ছ্বাস আন্দোলিত করে না
মানুষের ক্রন্দন বিমর্ষ করে না
উপেক্ষার কষ্ট স্পর্শ করে না
স্বীয় অবস্থান প্রশ্নবিদ্ধ করে না।
অনুভূতিহীন মানুষগুলো বেশ আছে
গোধূলির রং উদ্বেলিত করে না
চাঁদের আলো বিমোহিত করে না
পাখির গান প্রহৃষ্ট করে না
বৃষ্টির সুর বিষন্ন করে না।
অনুভূতিহীন মানুষগুলো বেশ আছে
স্মৃতিরা তাড়া করে না
স্বপ্নরা অস্থির করে না
ভাবনারা প্রকম্পিত করে না
অহোরাত্রি কারো প্রতিক্ষা ব্যাকুল করে না।