প্রচণ্ড বিশ্বাস, তীব্র আবেগ এবং এক বুক ভালোবাসা নিয়ে বুকের ভেতর যে কম্পন তা হচ্ছে অনুভূতি। আর এই অনুভূতির টালবাহানা মোটেও গ্রহণীয় পর্যায়ে পড়ে না। এই যেমন, আমরা দেশের নন্দিত কাঙ্ক্ষিত ব্যক্তিদের শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসার কোনও কমতি নেই সাধারণ মানুষের। যা তার স্বকীয় প্রকাশ। আর সে অনুভূতিকে পুঁজি করে সম্মানিত বরেণ্যজনরা স্বার্থ সৃজনে লিপ্ত হয়। এমন কি নিজ স্বকীয়তাকে বিষণ্নতায় ঠেলে দিয়ে অন্যভুবনে নিজেকে জড়িয়ে নেয়। হ্যাঁ আমি বর্তমান প্রেক্ষাপট বরেণ্যজনদের চিত্র টেনে আনলাম। অনুভূতির প্রচণ্ড চপোটঘাত, বিশ্বাস রণ ভঙ্গে। হায়রে দেশের সহজ সরল আমজনতা তোমরা দেখ, এরা সবই পারে। কত নীচ ও হীনম্মন্যতার (স্বার্থ সৃজনে) স্বরূপ। তোমার আমার সম্মান, শ্রদ্ধা ও অনুভূতির প্রকাশ এদের তাড়া করে না। বিশ্বাস ও অনুভূতির গোলক ধাঁধা সৃষ্টি নিয়ে ভাবুন। দেশের মঙ্গল হোক।