একটা সময় ছিল যখন গ্রাম–গঞ্জে বিভিন্ন জায়গায় জুয়ার আসর বসতো। কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে জুয়ার আধুনিকায়ন হয়েছে। এখন অনলাইন জুয়ায় হাজার–কোটি টাকা পর্যন্ত লোকসান গুনছে অনেকে। অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে কলেজ পড়ুয়া তরুণ থেকে শুরু করে বেকার বসে থাকা যুবক পর্যন্ত। নিঃস্ব হওয়ার পরে কারো শেষ পরিণতি হচ্ছে আত্মহত্যা। গ্রাম–গঞ্জে এই অনলাইন জুয়া যেন মদের মতো আসক্তি আর নেশা ধরিয়ে দিয়েছে। অনলাইন জুয়ার মাধ্যমে দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, জুয়া বন্ধে সরকারের কোনো কঠোর আইন নেই। সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন, যত দ্রুত সম্ভব অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করে দেশ ও জাতির মুক্তির ব্যবস্থা করুন।
জোবাইদুল ইসলাম
মীরসরাই, চট্টগ্রাম।