তরুণ তরুণীদের মধ্যে অনলাইন গেমিং ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। তারা সময় ফেলেই গেমিং জগতে ডুব দেয়। এতে করে হারিয়ে যায় হাজারো বাবা- মায়ের সাজানো বর্ণিল স্বপ্ন। একুশ দশকে এসে পাবজি আর ফ্রী ফায়ার গেমস তরুণ তরুণীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই পাবজি আর ফ্রী ফায়ার গেমসে প্রয়োজন হয় বিশেষ ধরনের পোশাক। আর এই পোশাক কিনতে প্রয়োজন হয় ডায়মন্ড আর এই ডায়মন্ড কিনতে প্রয়োজন হয় প্রচুর অর্থ। আর এই অর্থ জোগাতে তরুণ তরুণীরা নানান অপকর্মে জড়িয়ে পড়ে। যার ফলশ্রুতিতে তারা তাদের সাধারণ জীবনের ছন্দ হারিয়ে ফেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনলাইন গেমসকে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি বলে উল্লেখ করেছে। এক / দুই দশক আগে তরুণ তরুণীরা সময় ফেলে বই পড়া সহ নানান ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে নিজেকে অন্তর্ভুক্ত করতো। কিন্তু বর্তমান আধুনিকতার ছোঁয়ায় তা হারিয়ে গেছে।
এমতাবস্থায় তরুণ তরুণী থেকে শুরু করে সকল বয়সের মানুষকে প্রযুক্তির অপব্যবহার সম্পর্কে সচেতন করতে হবে। বিশেষ করে, পরিবারকে তার সন্তানের গতিপ্রকৃতি সম্পর্কে সদা সজাগ দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি তাদের জন্য সুস্থ বিনোদন নিশ্চিত করতে হবে।
– মো. ইয়ামিন, দশম শ্রেণি, চেয়ারম্যান বাজার মাধ্যমিক বিদ্যালয়, চরফ্যাশন- ভোলা