অনন্য শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি

লিটন কুমার চৌধুরী | বুধবার , ২ আগস্ট, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

তোমরা হয়ত অমর শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির নাম শুনে থাকবে। তিনি শুধু একজন চিত্রকরই ছিলেন না, তিনি অনেক প্রতিভার অধিকারী ছিলেন। তিনি একাধারে চিত্রকর, ভাস্কর, স্থপতি, সঙ্গীতজ্ঞ, বিজ্ঞানী, গনিতবিদ, প্রকৌশলী, আবিস্কারক, শরীরতত্ত্ববিদ, ভূতত্ত্ববিদ, মানচিত্রকর, উদ্ভিদবিজ্ঞানী ও লেখক হিসেবে স্বমহিমায় স্বমুজ্জ্বল। এই বহুমুখী প্রতিভার জন্য তিনি “একের মধ্যে দশ মানুষ” নামে পরিচিত হয়েছিলেন। নতুন কিছু জানার প্রবল আগ্রহ ছেলেবেলা থেকে ছিল লিওনার্দোর। এর ফলেই প্রকৃতির বুকের রহস্য ও সমাধান ধরা পড়েছিল তার কাছে। তিনি ইতালিয়ান রেনেসা যুগের বহুমাত্রিক প্রতিভা। এই মহান প্রতিভাধর ১৪৫২সালে ১৪ এপ্রিল ইতালীর ভিঞ্চি গ্রামের অ্যানপিয়ানো নামক স্থানে জন্মগ্রহন করেন। মা ক্যাটারিনা ছিলেন গ্রামের সরাইখানার সাধারণ পরিচারিকা। কিন্তু বাবা পীয়িরো দ্য ভিঞ্চি ছিলেন সম্ভ্রান্ত আইনজীবি পরিবারের সন্তান।

লিওনার্দো ছিলেন ভিঞ্চি পরিবারের একমাত্র সন্তান। শৈশবে তার খেলারসঙ্গী কেউ ছিল না। নিজেই নিজের দুরন্তপনা নিয়ে মগ্ন থাকতেন। প্রকৃতি যেন সুন্দর শিল্প দিয়ে গড়ে তুলেছেন বালক লিওনার্দোকে। যেমনি গায়ের রঙ, তেমনি একমাথা ঝাকড়া চুল, তেমনি চোখমুখের গড়ন। রূপের সঙ্গে অসামান্য বুদ্ধিমত্তার অধিকারী ছিল লিওনার্দো। কাজেই সকলের প্রিয় হয়ে উঠলেন এই প্রতিভাবান। স্কুলে পড়ার সময় থেকেই লিওনার্দোর প্রতিভার পরিচয় পাওয়া যায়। গণিতের নানা কঠিন সমস্যা তিনি অতি সহজেই সমাধান করে ফেলতেন। এই সময়েই লিওনার্দোর গানবাজনার প্রতিও বিশেষ আগ্রহ দেখা দেয়। আর সুযোগ পেলেই দেখা যায় আপন মনে ছবি আঁকছেন। তাঁর ক্ষুরধার প্রতিভা রেনেসাঁ যুগের মানবতাবাদী আদর্শের এতটাই প্রতিনিধিত্বকারী যে তাকে অতিক্রম করা কারো পক্ষে সম্ভব হয়নি। তাকে সে যুগে নবজাগরনের মৌল আদর্শ হিসেবে আখ্যায়িত করা হয়। হৃদয় জুড়ে ছিল তার দুর্দমনীয় জ্ঞানতৃষ্ণা ও অনুসন্ধিৎসু কল্পনাজগত । তার কল্পনাজগতের রহস্য উন্মোচন করা কারো পক্ষে সম্ভব হয়নি। তার অমর সৃষ্টি মোনালিসার হাসির রহস্য এখনও গবেষণার বিষয় হয়ে দাড়িয়েছে। তাঁকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ চিত্রকর এবং এযাবৎ কালের মহত্তোম বহুমাত্রিক প্রতিভা। তার জ্ঞানচক্ষুর দৃষ্টি এতই প্রখর ছিল যে, সামান্য বস্তুতে তিনি অনেক কিছু খঁ্বুজে পেতেন । শিল্পজগতে তাঁর বিচরণ, ব্যাপ্তি ও গভীরভাবে বিচারে তুলনারহিত। অতি মানবিক ব্যাক্তিমানস ও রহস্যময় সত্ত্বার অধিকারী। এই শিল্পী মহাকালের বিচারে এক বিরল দৃষ্টান্ত। লিওনার্দোর নোট বুকটি আবিষ্কার না হলে সাবমেরিনের মতো তার অনেক আবিষ্কারের কথাই বিশ্ববাসীর কাছে অজানা থেকে যেতো। এই মহান প্রতিভা শুধু ৬৮ বছর বয়সে ১৪৫২ সালে মৃত্যুবরণ করেন। উচ্চ রেনেসার এ মহান শিল্পীর বিখ্যাত চিত্রকলার মধ্যে মোনালিসা, দি লাস্ট সাপার, মাদার এন্ড চাইল্ড, ভিট্টুভিয়ান শ্যান, লেডি উইথ অ্যান এরমাইন অন্যতম ।

পূর্ববর্তী নিবন্ধমায়া নিকেতন
পরবর্তী নিবন্ধযন্ত্রণাময় মৃত্যু দিতেই রবিউলকে জীবিত বস্তাবন্দি করা হয়