অনন্যা শীর্ষ দশ সম্মাননা পেলেন আলোকচিত্রী শাহরিয়ার ফারজানা

| মঙ্গলবার , ২৯ নভেম্বর, ২০২২ at ৯:১৪ পূর্বাহ্ণ

 

২০২১ সালের অনন্যা শীর্ষ দশ সম্মাননা পেয়েছেন আলোকচিত্রশিল্পী শাহরিয়ার ফারজানা। সম্প্রতি বাংলা একাডেমীর আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটরিয়ামে ‘পাক্ষিক অনন্যা’ ও ‘দৈনিক ইত্তেফাকের’ সম্পাদক তাসমিম হোসেনের সভাপতিত্বে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ও অন্যান্য পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিণ শারমিন চৌধুরী। নির্দিষ্ট কর্মক্ষেত্রে নারীর উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য এই সম্মাননা দেওয়া হয়।

ঢাকার বাইরে থেকে যারা এই সম্মাননা অর্জন করেছেন তাঁদের অন্যতম শাহরিয়ার ফারজানা। শাহরিয়ার ফারজানা একই সাথে চট্টগ্রাম থেকে প্রকাশিত নারীদের ম্যাগাজিন নারীকণ্ঠের সম্পাদক। বাঁশখালী উপজেলার সন্তান শাহরিয়ার ফারজানার বহু আলোকচিত্র ইতিমধ্যে শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে। ‘ডিরি ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডস ২০২২’এ তিনি ‘বেস্ট অথর’ পুরস্কার পেয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটানেল বদলে দেবে দেশের অর্থনীতি : মনজুর আলম
পরবর্তী নিবন্ধঘরে ঢুকে গৃহবধূকে হত্যা চেষ্টা যুবকের