অধ্যাপক মোহাম্মদ খালেদের জন্মশতবার্ষিকী আজ

আজাদী ডেস্ক | বুধবার , ৬ জুলাই, ২০২২ at ৭:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সংগঠক, দৈনিক আজাদীর প্রয়াত সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদের জন্মশতবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুই পর্বে অনুষ্ঠিত হবে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। বিকেল ৫টায় প্রথম পর্বে থাকছে : শ্রদ্ধাজ্ঞাপন ও শিশুমেলার পুরস্কার বিতরণ। এতে সভাপতিত্ব করবেন ড. আনোয়ারা আলম। সন্ধ্যা ৬ টায় দ্বিতীয় পর্বে কর্মকৃতি আলোচনা করবেন একুশে পদকপ্রাপ্ত ৫ গুণী। এতে সভাপতিত্ব করবেন ড. অনুপম সেন। আলোচক থাকবেন এম এ মালেক, . মাহবুবুল হক, অধ্যাপক আবুল মোমেন ও ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। চট্টগ্রাম একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক মোহাম্মদ খালেদ ১৯২২ সালের ৬ জুলাই জন্মগ্রহণ করেন। মৃত্যুবরণ করেন ২০০৩ সালের ২১ ডিসেম্বর। তিনি ছিলেন সর্বমহলে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব। বিশেষ রাজনৈতিক দর্শনের অধিকারী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েও তিনি ছিলেন পরমতসহিষ্ণু পুুরুষ। তিনি ছিলেন দৃঢ়চেতা, যা বিশ্বাস করতেনতাই বলতেন। একজন ধর্মপ্রাণ মানুষ হয়েও আপাদমস্তক তিনি ছিলেন অসামপ্রদায়িক। সব শ্রেণীর, সব ধর্মের মানুষের প্রতি তাঁর ছিল মমত্ববোধ। উন্নত মানসিকতাসম্পন্ন মানুষ বলতে যা বোঝায় অধ্যাপক খালেদ তাই। তাঁর চারিত্রিক দৃঢ়তা, পরমতের প্রতি শ্রদ্ধা এবং অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা তাঁকে মহীরূহ করে তুলেছে, করে তুলেছে সর্বজন শ্রদ্ধেয়। জীবিতকালে অধ্যাপক মোহাম্মদ খালেদ যেমন আমাদের আশ্রয় ছিলেন, তেমনি মৃত্যুর পরেও ভূমিকা পালন করছেন পথ প্রদর্শকের। তাঁর অপরিসীম কল্যাণ ও শুভবোধ আমাদের উদ্দীপ্ত করে, তাঁর সততা ও কর্মনিষ্ঠ মনোভাব আমাদের প্রতিনিয়ত উৎসাহিত করে এবং মানুষের প্রতি মমতা ও দেশজাতির প্রতি তাঁর দায়বদ্ধ থাকার অন্তর্গত প্রেরণা আমাদের অঙ্গীকারাবদ্ধ করে তোলে। তিনি আমাদের আলোকিত পুরুষ ও আদর্শবান ব্যক্তিত্ব। মৃত্যুর আগেও, মৃত্যুর পরেও।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ খালেদ ও দৈনিক আজাদী অভিন্ন সত্তা
পরবর্তী নিবন্ধপোস্টার ব্যানারে সৌন্দর্যহানি