অধ্যাপক মোহাম্মদ আলীর মৃত্যুতে সিআইইউ উপাচার্যের শোক

আজাদী অনলাইন | শনিবার , ২৬ জুন, ২০২১ at ৩:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য অধ্যাপক মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।

আজ শনিবার শোক বার্তায় সিআইইউর উপাচার্য বলেছেন, একজন খ্যাতিমান শিক্ষাবিদের মৃত্যুতে দেশের উচ্চশিক্ষায় যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা কখন-ই পূরণ হওয়ার নয়। শিক্ষার পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রে তার সময়োপযুগী পদক্ষেপ, সততা আর নিষ্ঠার কারণে ছাত্র-শিক্ষক সব শ্রেণীর মানুষের কাছে তিনি উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন।

অধ্যাপক মোহাম্মদ আলী একজন সজ্জন, মার্জিত রুচির অধিকারী ও সদালাপী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সিআইইউ উপাচার্য তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পূর্ববর্তী নিবন্ধকঠোর লকডাউনে ব্যাংক খোলা থাকবে কি না জানা যাবে কাল
পরবর্তী নিবন্ধকরোনাক্রান্ত হয়ে ওমানে হাটহাজারীর রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু