অধ্যাপক ড. ইমরান হোসেনের মৃত্যুতে ইডিইউর শোক

| সোমবার , ২৬ জুলাই, ২০২১ at ১১:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের সুপারনিউম্যারারি অধ্যাপক ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) সিন্ডিকেট সদস্য ড. ইমরান হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইডিইউ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান এবং উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান। এক শোক বার্তায় তারা বলেন, ড. ইমরান হোসেনের মৃত্যুতে ইডিইউ এক অভিভাবককে হারালো। তার মৃত্যুতে ইডিইউ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ শূন্যতা কেবল ইডিইউর নয়, চট্টগ্রামের, সর্বোপরি পুরো দেশের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাহবুব আলম
পরবর্তী নিবন্ধদুর্ধর্ষ ছিনতাইকারী ‘হামকা’ গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার