অধ্যক্ষ গোপাল মুহুরীর মতো সাহসী মানুষের বড় প্রয়োজন

স্মরণসভায় বক্তারা

| শনিবার , ১২ ডিসেম্বর, ২০২০ at ১১:৩৭ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীর ১৯তম প্রয়াণ দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস. রহমান হলে স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় বাম ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক কমরেড নাসির উদ্দীন আহমদ নাসু বলেন, অধ্যক্ষ মুহুরী অসাম্প্রদায়িক, সাহসী প্রগতিশীল শিক্ষক ছিলেন। তাঁর মত সাহসী অসাম্প্রদায়িক মানুষের আজ বড় প্রয়োজন। স্মরণসভা কমিটির আহ্বায়ক কমরেড রাজা মিঞা সভায় সভাপতিত্ব করেন। গণসংহতি জেলা সমন্বয়ক হাসান মারুফ রুমির পরিচালনায় স্মরণসভায় বক্তব্য দেন, সিপিবির কমরেড অশোক সাহা, অধ্যক্ষ মুছা সিকদার, আমির আব্বাস তাপু, কমরেড নজরুল ইসলাম, কমরেড অপু দাশগুপ্ত, অ্যাড. শফিউদ্দীন কবির আবিদ, আবদুল খালেক, ভাসানী ফাউল্ডেশনের মাস্টার তোফাজ্জল হোসেন, ডা. সুশান্ত বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রতীক পেয়েই প্রচারণায় নেমে পড়লেন প্রার্থীরা
পরবর্তী নিবন্ধআত্মার পরিশুদ্ধির জন্য সঠিক পীরের কাছে বাইয়াত গ্রহণ অপরিহার্য : নদভী