অধীশ্বর

নাসরিন জাহান মাধুরী | রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৯:০৩ পূর্বাহ্ণ

কী অনায়াসে পাড়ি দিই হিমালয় আল্পস
কখনো ভেবেছো কি দেখেছো কি
শ্বেতশুভ্র বরফে সূর্যোদয়ের
প্রথম আলোর সাত রঙের ঝিকিমিকি
লোহিত সাগরে আধ ডোবা সূর্যকে বলেছিলে কি-
‘আবার এলো যে সন্ধ্যা’
আমি হারাই হারাই
কখনো অরণ্যের দিন রাত্রিতে
কখনো জনারণ্যে
কখনো বেলা অবেলা সারাবেলায়
কালপুরুষ দাঁড়িয়ে থাকে
আমি তখন জানলায় মাথা রেখে
চলে যাই ভাবনার রাজ্যে.
যেখানে অধীশ্বর আমি নিজেই…

পূর্ববর্তী নিবন্ধজীবনের তাগিদে
পরবর্তী নিবন্ধতবে কেমন