দৃষ্টিতে কি যেন আকুলতা স্বপ্নের শিরোনাম
অন্তর্জালে দগ্ধ হয়ে জপে চলেছি তার নাম,
ছেলেটি বড্ড অভিমানী শোনে না বারণ কিন্তু কেমন
এক দুর্নিবার আকর্ষণে কাছে টেনে নেয় যখন তখন,
সুপ্ত বাসনা তার অদেখা ভুবন ভোলানো হাসি
সত্যি বলছি মনকাড়া আবেশে ভীষণ ভালবাসি,
মনের মৌনতা ভেঙে ছুটে যায় নিভৃতে দ্বারে
সঙ্গোপনে খুঁজে বেড়ায় হৃদয় গহীনে শুধু আমি তারে,
জাগতিক সকল আচ্ছাদনে সুবাসিত প্রয়াসের দৃষ্টি
প্রেয়সী পাই প্রিয়জনের উষ্ণতা শুভ পরিণয়ের সৃষ্টি,
অনুভবে তুমি পাও ভালবাসায় সিক্ত প্রিয়ার অনুভূতি
আমি তোমার তোমারি আছি এইতো প্রণয়ের স্বীকৃতি,
রজনী আমার কেটে গেল কত অপেক্ষার সমারোহে
প্রহর গুনি তোমার পদচারণায় মুখরিত বিরহে,
মনে রেখো ছিলাম তোমার আবেগের অটল যুক্তি
মুক্তি নেই তোমার ভালবাসায় আমার অলিখিত চুক্তি।