কষ্টগুলো গেঁথে রেখেছি,
প্রবাল পলিপের গায়ে।
গভীর সমুদ্রে হারিয়েছে,
খুঁজে পাবে না কেউ তাকে।
সুখগুলো উড়িয়ে দিয়েছি,
বায়ুমণ্ডলে নভোখেয়াযানে।
দোহন হারিয়েছে মহাশূন্যে
জানে অন্তর তা জানে।
স্বপ্নগুলো ভেঙে গেছে আজ,
মাউন্ট এভারেস্ট এর ধাক্কায়।
ভালোবাসা হারিয়ে গেছে সব,
আগ্নেয়গিরির লাভায়।
সুখ স্বপ্ন প্রেম ভালোবাসা,
সবই দুনিয়াতে মিছে আশা।
থরেথরে চাপা থাকুক সব,
পিরামিডের স্লেজে চাপা।
অশান্তি এসে গেঁড়ে বসেছে,
মহামারি ভাইরাসের কবলে।
শান্তির দুয়ার খোলা হবে কবে,
কেউ জানেনা অদৃষ্ট জানে।