অথৈ সমুদ্রে বিস্ময়কর লড়াই

সন্তানদের বাঁচিয়ে চলে গেলেন মা

| সোমবার , ২০ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৩৬ পূর্বাহ্ণ

অথৈ সমুদ্রে বিস্ময়কর লড়াই, সন্তানদের বাঁচিয়ে চলে গেলেন মা সমুদ্রে ইয়াটের ভাঙা অংশে সন্তানসহ মেরিলি। দুই সন্তানকে নিয়ে মেরিলি ও তার স্বামী। যেদিকে দু’চোখ যাচ্ছিল শুধু জল আর জল। সমুদ্রের ঢেউয়ে যেকোনো মুহূর্তে ইয়াটের ভাঙা অংশটা উল্টে যাওয়ার প্রবল আশঙ্কা তৈরি হচ্ছিল মাঝেমধ্যেই। খবর বাংলানিউজের। দুই সন্তানকে আঁকড়ে ধরে ওই ভাঙা অংশেই বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছিলেন ভেনেজুয়েলার মেরিলি চেকন। ক্রমে শরীর অবসন্ন হয়ে আসছিল। তার মধ্যে সূর্যের তাপে ডিহাইড্রেশন হওয়ার ভয় পাচ্ছিলেন। পানীয় জল ছিল না, খাবার ছিল না। ছেলে-মেয়েকে বাঁচাবেন কী করে! এই ভাবনা তাকে ঘিরে ধরছিল নিরন্তর। আর সেটাই যেন তাকে শক্তি জুগিয়ে গিয়েছে ওই ভয়ানক পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করতে। উপায় না দেখে নিজের প্রস্রাব পান করেছিলেন যাতে শরীর ডিহাইড্রেট হয়ে না যায়। আর ছেলে-মেয়েকে ডিহাইড্রেশন থেকে বাঁচাতে নিজের স্তন্যপান করিয়ে গিয়েছেন। তিন দিন সমুদ্রে এভাবেই কাটিয়েছেন। কিন্তু চতুর্থ দিন আর পারেননি। উদ্ধারকারীরা আসার আগেই ডিহাইড্রেশনেই মারা যান মেরিলি। কিন্তু সন্তানদের বাঁচিয়ে গিয়েছেন তিনি। মায়ের নিথর দেহ আঁকড়ে দুই শিশুকে ভাসতে দেখেছিলেন উদ্ধারকারীরা। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধতিনদিনের মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরলেন চার পর্যটক
পরবর্তী নিবন্ধরাশিয়ার নির্বাচনে জয়ের পথে পুতিনপন্থি দল