অতিথি পাখি হলো সেসব পাখি, যারা বিভিন্ন ঋতুতে তাদের জীবনধারণের উপযোগী পরিবেশ খুঁজতে খুঁজতে এক দেশ থেকে আরেক দেশে বা এক স্থান থেকে অন্য স্থানে পাড়ি জমায়। এই পাখিরা সাধারণত শীতকালে খাদ্য, আশ্রয় এবং প্রজননের জন্য দূরবর্তী উষ্ণ অঞ্চলে আসে। জীবনধারণের জন্য উপযুক্ত পরিবেশের জন্য এই অতিথি পাখিরা শীতের মৌসুমে শীত প্রধান অঞ্চল ছেড়ে আসে উষ্ণতার খোঁজে। অতিথি পাখি প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার করে। এদের চলাচল এবং আচরণ আমাদের আমাদের জানান দেয় জলবায়ুর পরিবর্তন সম্পর্কে। তাছাড়া এই অতিথি পাখিদের দেখার জন্য প্রতিবছর পর্যটনস্থানগুলোতে পরে পর্যটকদের ভীড়। যা স্থানীয় পর্যটনের বিকাশ ঘটাতে সাহায্য করে। কিন্তু বর্তমানে এই অতিথি পাখি শিকার এবং পাচার যেনো হয়ে উঠেছে জৈববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। কিছু অসাধু বা অসচেতন অথবা শিকারি দল তাদের অর্থলাভ, শখ বা বিনোদনের জন্য এই জঘন্য কাজ করে থাকে। অতিথি পাখিরা যেমন আমাদের পরিবেশের সাহায্য করে থাকে তাই আমাদেরও উচিত এই অতিথি পাখিদের রক্ষা করা। তাছাড়াও অতিথি পাখি শিকার শুধুমাত্র একটি অবৈধ কাজ নয়, এটি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। অতিথি পাখি শিকার বন্ধ করার জন্য আইন প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি, এবং স্থানীয় মানুষের জন্য বিকল্প আয়ের ব্যবস্থা করা জরুরি। আমাদের সকলকে একত্রে হয়ে এই অতিথি পাখি শিকার রোধে কঠিন আইন প্রয়োগ করতে হবে। অতিথি পাখিদের বাসস্থান যেমন: জলাশয় ও বনাঞ্চল সংরক্ষণ করতে হবে। জনগণের মধ্যে অতিথি পাখি রক্ষার গুরুত্ব তুলে ধরতে হবে।
ইসরাত জাহান
শিক্ষার্থী, প্রথম বর্ষ, বাংলা বিভাগ,
চট্টগ্রাম কলেজ।