অটিজম সচেতনতা দিবস উদযাপন ও অর্ণব আলোকিত মা সম্মাননা অনুষ্ঠান

| মঙ্গলবার , ১৪ মে, ২০২৪ at ৭:৫৫ পূর্বাহ্ণ

১৭ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে থিয়েটার ইন্সটিটিউটে কেক কেটে দিনব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করেন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব। প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদের সহযোগিতায় বিশেষ শিশুদের জন্য নতুন একাডেমিক কারিকুলাম চূড়ান্ত করা হয়েছে। শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে। ১১ মে নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. বাসনা মুহুরীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রকৌ. ঝুলন কুমার দাশ ও যুগ্ম সম্পাদকের যুগ্ম সঞ্চালনায় সচেতনতাস্বীকৃতিমূল্যায়ন শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রাপ্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম শেখ। তিনি বলেন, অটিজম নিয়ে সারা দেশে যে কয়টি মানবিক সংগঠন কাজ করছে তার মধ্যে নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন অন্যতম। এই সংগঠনের অঁঃরংস ঝঢ়বপঃঁৎস উরংড়ৎফবৎ, স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সমন্বিত বিদ্যালয় পরিচালনা, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির জন্য কর্মশালার আয়োজন এবং বিশেষ শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠানের ভুয়সী প্রশংসা করেন। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. আল ফোরকান, বিভাগের সভাপতি ড. লায়লা খালেদ, নিষ্পাপ অটিজম ফাউণ্ডেশনের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান পিএইচ পি ফ্যামিলির পরিচালক জহিরুল ইসলাম রিংকু, চমেক ও হাসপাতালের পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, প্রফেসর ড. সুদীপ পাল, অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ মাহবুব মোরশেদ, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মো. ফরিদুল আলম, লায়ন উত্তম কুমার দাশ, উপ সচিব মো রুহুল কুদ্দুস, অটিজম ফাউণ্ডেশনের নির্বাহী সভাপতি খোরশেদুল আলম কাদেরী, সহ সভাপতি রোসাঙ্গীর বাচ্চু, চসিক হিসাব রক্ষন কর্মকর্তা আশুতোষ দে, প্রকৌ. বিপ্লব দাশ, প্রকৌ. অসীম বড়ুয়া, প্রকৌ. অজিত দাশ প্রমুখ। নিষ্পাপ অটিজম স্কুল ও ড. আর পি সেনগুপ্ত নিষ্পাপ সমন্বিত বিদ্যালয়ের যৌথ পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অটিজম উত্তরণে নিষ্পাপ অর্ণব আলোকিত মা আরাধ্য এর মা পলি আচার্য ও সাজ্জাদ আল হোসেনের মা সাগিয়া আক্তারকে উত্তরীও, ক্রেস্ট ও প্রাইজ বণ্ড প্রদান করেন প্রধান অতিথি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কর্মশালা
পরবর্তী নিবন্ধবাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও প্রিমিয়ার ইউনিভার্সিটির কর্মশালা