অক্সিজেনে বিদ্যৃৎস্পৃষ্টে নিরাপত্তা কর্মীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৯ এপ্রিল, ২০২৩ at ৬:৪৪ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন ওয়াপদা গেট এলাকায় চৌধুরী ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যৃৎস্পৃষ্টে মোহাম্মদ শাহজাহান নামে (৩৪) ভবনটির নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ শাহজাহান একই এলাকার মৃত মুন্সি মিয়ার ছেলে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত হওয়া শাহজাহানকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধঈদগাঁহ কাঁচারাস্তা মোড়ে আগুনে পুড়ল ৫টি ঘর
পরবর্তী নিবন্ধকাল পীর বদর আউলিয়ার বার্ষিক ওরশ শরীফ