অক্টোবর সেবা মাসে ব্যাপকভিত্তিক সেবা কর্মকাণ্ডে লায়ন সদস্যদের যুক্ত হবার আহ্বান জানান প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক। তিনি লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের বোর্ড সভায় প্রধান আলোচক হিসেবে এ কথা বলেন। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন আবদুর রব শাহীনের সভাপতিত্ব ও পরিচালনায় করোনা উত্তরকালীন সম্মিলিতভাবে অফলাইনে অনুষ্ঠিত প্রথম বোর্ড সভা গতকাল চট্টগ্রামের চকবাজারস্থ লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। লায়ন জেলা ৩১৫ বি৪ এর জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন জি কে লালা ও এলসিআইএফ ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোসলেহ উদ্দিন খান অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
‘অক্টোবর সার্ভিস মান্থ’ শুরুর প্রাক্কালে লায়ন্স সদস্যদের উজ্জীবিত করার প্রয়াসে লায়ন কামরুন মালেক বলেন, কাজ করলে সমালোচনা হবে। সমালোচনা করার জন্য কোনো বিশেষ যোগ্যতার প্রয়োজন নাহলেও সমালোচিত হতে হলে কাজ করার যোগ্যতা লাগে। তিনি সকলকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে সেবা কার্যক্রমে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। অক্টোবর সার্ভিস উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে প্রায় ২৫টি সার্ভিস প্রজেক্ট গ্রহণ করা হয় এবং সেবা কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে সর্বসম্মতভাবে প্রাক্তন সভাপতি লায়ন ডা. মেসবাহ উদ্দিন তুহিনকে প্রজেক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগ দেয়া হয়।
জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন জি কে লালা লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের ইতিহাস ও ঐতিহ্যগত ভূমিকা তুলে ধরে লায়ন সদস্যদের সত্যিকারের সেবার মানসিকতা সম্পন্ন মানবিক মানুষদের ক্লাব সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার উপর জোর দেন। এলসিআইএফ ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোসলেহ উদ্দিন খান ক্লাবের সেবা কার্যক্রমে গতি আনয়নের লক্ষ্যে জেলা ও ব্যক্তিগত তরফে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বোর্ড সভায় বক্তব্য রাখেন রিজিওন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) লায়ন তপন কুমার দত্ত, রিজিওন চেয়ারপার্সন ও লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, রিজিওন চেয়ারপার্সন ও প্রাক্তন সভাপতি লায়ন এস কে পালিত, রিজিওন চেয়ারপার্সন ও প্রাক্তন সভাপতি লায়ন রাজিব সিনহা, জোন চেয়ারপার্সন-লিও এডভাইজার ও প্রাক্তন সভাপতি লায়ন নিশাত ইমরান, জোন চেয়ারপার্সন ও প্রাক্তন সভাপতি লায়ন সাধন কুমার ধর, জোন চেয়ারপার্সন ও সদ্যপ্রাক্তন ক্লাব সভাপতি লায়ন আবু নাসের রনি, প্রাক্তন সভাপতি ও ক্লাবের নবনিযুক্ত প্রজেক্ট চেয়ারপার্সন লায়ন ডা. মেসবাহ উদ্দিন তুহিন, ক্লাবের প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন এম সোহেল খান, ক্লাব সেক্রেটারি লায়ন বাবুল কান্তি লালা, ট্রেজারার লায়ন রেবেকা নাসরিন, ডিস্ট্রিক্ট সেক্রেটারি ও ক্লাবের জয়েন্ট সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরী, জয়েন্ট ট্রেজারার লায়ন নাজমুল শাকের, টেইল টুইস্টার লায়ন মোহাম্মদ আয়ুব, ডিরেক্টর লায়ন লিটন কান্তি দত্ত, ডিরেক্টর ও প্রাক্তন সেক্রেটারি লায়ন শামসুল হক সরকার। প্রেস বিজ্ঞপ্তি।