আর যদি এমন কোন পুরুষ অথবা নারীর অথবা নারীর পরিত্যক্ত সম্পত্তি বন্টন করা হয়। যে মাতা পিতা, সন্তান-সন্তুতি কাউকেও রেখে যায়নি এবং মায়ের দিক থেকে তার ভাই অথবা বোন থাকে, তবে তাদের মধ্যে জন্য এক ষষ্টাংশ।
-আলকোরানের বঙ্গানুবাদ (৪ঃ১২) সূরা নিসা।
যাহার অন্তরে একটি সরিষা পরিমাণ ঈমান আছে সে দোজখে যাইবে না। আর যাহার অন্তরে একটি সরিষা পরিমাণ আত্মগর্ব আছে সে বেহেশতে যাইবে না।
——আল হাদীস (মোসলেম, ইবনে মাজা, তিরমিজী)।
নীরবতাই অনেক সময় সত্যিকারের কৃতজ্ঞতা প্রকাশের বাহন হয়ে দাঁড়ায়।
——সাডিয়ান।