কিন্তু এটাই সাব্যস্ত হলো যে, যা কিছু তোমাদেরকে প্রদান করেছেন তা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করবেন।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:৪৮) সূরা মা–ইদাহ।
যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়ালের ছয়টি রোজা রাখে, উহা তাহার জন্য সমস্ত বৎসর রোজা রাখার সমতুল্য হয়।
– আল–হাদিস (মোসলেম)
বিধাতার জন্য কিছু করতে চাইলে মানুষের কল্যাণের জন্য কিছু কর।
– আর জি, ইঙ্গারসোল।