৭৮৬

| শনিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:০৯ পূর্বাহ্ণ

যেগুলো তোমরা কিতাবের মধ্যে গোপন করে ফেলেছিলে এবং অনেক কিছু ক্ষমা করে থাকেন। নিশ্চয় তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একটা ‘নূর’ এসেছে এবং স্পষ্ট কিতাব,

আলকোরানের বঙ্গানুবাদ (:১৫) সূরামাইদাহ।

মূর্খতা অপেক্ষা বড় দারিদ্র্য আর নাই।

আলহাদিস (ছগির)

জীবনসঙ্গী যদি ভাল না হয় তবে সে কোনোদিনই সুখী হতে পারে না।

সৌরভ মাহমুদ।