সুতরাং আমি তাদের পরস্পরের মধ্যে ক্বিয়ামত দিবস পর্যন্ত শত্রুতা ও বিদ্বেষ ঢেলে দিয়েছি; এবং অবিলম্বে আল্লাহ তাদেরকে জানিয়ে দেবেন যা কিছু তারা করতো।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:১৪) সূরা– মা–ইদাহ।
যে ঋণগ্রস্তকে মাফ করিয়া দেয় বা সময় দেয়, আল্লাহ তাঁহার ছায়ার নিচে তাহাকে ছায়া দান করেন।
– আল–হাদিস (মোসলেম)
যে খারাপ লোক তার মধ্যে খারাপ হওয়ার যন্ত্রণাও রয়েছে।
– আর এইচ বারহাম।