৭৮৬

| বুধবার , ২৫ জানুয়ারি, ২০২৩ at ৪:৫৯ পূর্বাহ্ণ

তখন তিনি তাদের হাত তোমাদের উপর থেকে রুখে দিয়েছেন, এবং আল্লাহকে ভয় করো আর মুসলমানদেরকে আল্লাহরই উপর ভরসা করা চাই।

আলকোরানের বঙ্গানুবাদ (:১১) সূরামাইদাহ।

জালিম নেতা বা আমীরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না।

আলহাদিস (হাকেম)

বিনয় এমন এক সম্পদ, যা দেখে কেউ হিংসা করে না।

টমাস শাফেয়ি।