সুতরাং; ওই সব লোক, যারা হিজরত করেছে, নিজেদের ঘর থেকে বহিস্কৃত হয়েছে, আমার রাস্তায় নির্যাতিত হয়েছে এবং যুদ্ধ করেছে ও নিহত হয়েছে।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৩:১৯৫) সূরা আ-ল-ই ‘ইমরান’।
হে আলী! তিন কাজে বিলম্ব করিও না। প্রথম নামাজের সময় হইলে নামাজ পড়িতে, দ্বিতীয় জানাজা প্রস্তুত হইলে জানাজা পড়িতে, তৃতীয় বিধবাকে বিবাহ দেওয়ার সুযোগ হইলে বিবাহ দিতে।
– আল-হাদিস (তিরমিজী)।
সেই আনন্দই যথার্থ আনন্দ যা দুঃখকে অতিক্রম করে আমাদের কাছে আসে।
-নিক্সন ওয়াটারম্যান।