সুতরাং আমরা ঈমান এনেছি। হে আমাদের রব! সুতরাং আমাদের গুনাহ ক্ষমা করে দাও এবং আমাদের মন্দ কাজগুলো নিশ্চিহ্ন করে দাও! আর আমাদের মৃত্যু নেককারদের সাথে করো।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৩:১৯৩) সূরা আ-ল-ই ‘ইমরান’।
যাহারা শুধু অর্থ সঞ্চয় করে এবং সৎপথে ব্যয় করে না, তাহারা নিশ্চয় ধ্বংস প্রাপ্ত।
– আল-হাদিস (বোখারী, মোসলেম, তিরমিজী)।
সব সমস্যার প্রতিকার হচ্ছে ধৈর্য্য ও চেষ্টা।
– প্লুটাস।