‘এবং স্মরণ করুন, যখন আল্লাহ্্ অঙ্গীকার গ্রহণ করেছেন তাদের নিকট থেকে, যাদেরকে কিতাব দেয়া হয়েছে (এ মর্মে) যে, তোমরা নিশ্চয় সেটা মানুষের নিকট স্পষ্টভাবে বর্ণনা করবে এবং গোপন করবে না।’
– আল-কোরানের বঙ্গানুবাদ (৩:১৮৬) সূরা আল-ই ইমরান।
দুইজন মুসলমান পরস্পরের করমর্দন করিলে পৃথক হওয়ার পূর্বেই তাহাদের গুনাহ মাফ করা হয়।
– আল-হাদিস (তিরমিজী)।
শিল্প ও সাহিত্যের মধ্যে বেঁচে থাকায় রয়েছে গভীর প্রশান্তি।
– টমাস ফুলার।