তারা তো শয়তানই যে, আপন বন্ধুদের ভীতি প্রদর্শন করে। সুতরাং তাদেরকে ভয় করো না, এবং আমাকেই ভয় করো যদি ঈমান রাখো।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৩:১৭৫) সূরা আ-ল-ই ‘ইমরান’।
ক্ষুধা কম কর, কারণ এ জগতে যাহারা ভরাপেটে থাকিবে, আখেরাতে অধিকাংশ অনাহারে থাকিবে।
– আল-হাদিস (তিরমিজী)।
পরিশ্রমী লোকের ঘুম শান্তিপূর্ণ হয়।
– জর্জ হাবার্ট।