আর যা কিছু অর্জিত হয়েছে মুসা, ঈসা এবং নবীগণের, তাঁদের রবের নিকট থেকে। আমরা তাঁদের মধ্যে কারো উপর ঈমানের ক্ষেত্রে তারতম্য সৃষ্টি করি না, এবং আমরা তাঁরই সম্মুখে গর্দান অবনত করেছি।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:৮৪) সূরা আ-ল-ই ‘ইমরান’।
কোন মুসলমান কোন মুসলমানকে একখানা কাপড় দান করিলে যতক্ষণ পর্যন্ত উহা তাহার ব্যবহারে থাকে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর হেফাজতে থাকে।
– আল-হাদিস (তিরমিজী, আহমাদ)।
একজন বুদ্ধিমান ব্যক্তির সঙ্গে বসে একবার কথোপকথন বহু সংখ্যক বই পাঠ করার চেয়ে ভালো।
– লং ফেলো।